আগামীকালই বন্ধ হয়ে যেতে পারে আপনার হোয়াটস্যাপ! তাড়াতাড়ি করে পরিবর্তন করুন.. 

0

ওয়েব ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম এরমধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ বর্তমানে উন্নত পদ্ধতিতে মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। কিন্তু তা যদি বন্ধ হয়ে যায় তাতে অনেকটাই সামাজিক মাধ্যমে ফুসফুস বন্ধ হয়ে যাবে বলে মনে করেন বর্তমান প্রজন্ম। WhatsApp কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আইফোন বা আই প্যাডের ক্ষেত্রে যে সব ফোন গুলি আই.ও.এস ৯ এর নীচে সেখানেও আর চলবে না WhatsApp। windows এর ফোনেও আর চালানো যাবে না ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে, ৪.০.৩ ভার্সানের নিচের ভার্সানের মোবাইল গুলিতে কাজ করবে না এই সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু কোন ফোন গুলোতে চালু থাকবে

ভবিষ্যতে তা প্রযুক্তির আরও উন্নতির উপর নির্ভর করছে।এর কারন হিসাবে জানা যাচ্ছে যে, গত কয়েক বছরে প্রযুক্তির সাথে পাল্লা দিতে গিয়ে WhatsApp কে আনতে হয়েছে নিত্য নতুন আপডেট। যার ফলে WhatsApp এর প্রথম দিকের সাথে এখনকার WhatsApp এর এসেছে অনেক পার্থক্য।