“প্রিয় বিক্রম প্লিজ সাড়া দাও ,সিগন্যাল ভাঙার জন্য আর তোমাকে চালান কাটা হবে না”

0

ওয়েব ডেস্ক: চাঁদের মাটিতে নামার আগেই ভূপৃষ্ঠে থেকে ২.১ কিলোমিটার দূরেই বিক্রমের সঙ্গে ইসরোর সংযোগ বিচ্ছিন্ন হয়েছিলো । এর পর পর অরবিটারের তোলা ছবির মাধ্যমে জানা যায় , চাঁদের বুকেই রয়েছে বিক্রম । কিন্তু বিক্রমের কাছ থেকে কোন সাড়া মিলেছে না ।

নাগপুর পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানিয়েছে,’প্রিয় বিক্রম, প্লিজ সাড়া দাও। সিগন্যাল ভাঙার জন্য আর তোমাকে চালান কাটা হবে না। সামাজিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এমনকি মানুষজনের মন জয় করছে নাগপুর পুলিশের এই পোস্ট।

রোবার প্রজ্ঞান এখনও বিক্রমেও ভিতরে রয়েছে বলে জানানো হয়েছে ৷ চন্দ্রযান ২ এর অনবোর্ড ক্যামেরার মাধ্যমে তোলা ছবিতে ল্যান্ডারের ফটো দেখে এই বিষয়ে জানা গিয়েছে ৷ পাশাপাশি ইসরোর তরফে জানানো হয়েছে যে চন্দ্রযান ২ এর অরবিটার সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সঠিকভাবে কাজ করছে ৷