সমাচার ডেস্ক: সুশান্তের মৃত্যুর পর বেশ কিছু দিন ধরে বলিউড উত্তপ্ত ছিলো মাদক চক্রে। মাদক চক্রে নাম জড়িয়েছিলো নামি দামি অভিনেতাদের ।সেই পরিস্থিতি সামাল দিতে না দিতেই আবারও নাম জড়িয়েছে বলিউড অভিনেতার ছেলে আরিয়ানের।মাদক চক্রে নাম জড়িত হওয়ায় বিপাকে পড়েছে শারুক খান ।
আরিয়ান খান সহ ৮ জনকে ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই আদালত। আদালত বলেছে যে NCB তদন্তের জন্য যথেষ্ট সুযোগ এবং সময় দেওয়া হয়েছে, তাই এখন তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে। আদালত বলছে, এখন বিশেষ NDPS আদালত এই বিষয়ে আরও শুনানি করবে।
আরিয়ান খান এবং বাকি ৭ জনকে বৃহস্পতিবার রাতে কারাগারে কাটাতে সম্ভব হয়নি কারণ তখন সন্ধ্যা ৭ টা বেজে যায় , তখন আর জেলের দরজা খোলা হয় না ।আরিয়ান এবং বাকি অভিযুক্তদের NCB অফিসের লকআপে কাটাতে হবে। এমন পরিস্থিতিতে NCB-র লকআপকে বিচারিক হেফাজত হিসেবে নেওয়া হয়েছে। যাইহোক, এই সময়ে, এনসিবি আরিয়ান বা বাকিদের জিজ্ঞাসাবাদ করতে পারবে না, কারণ তারা বিচারিক হেফাজতে রয়েছে।