মহারাষ্ট্র: কর্ণাটক ও মহারাষ্ট্র বন্যায় বিপর্যস্ত জনজীবন।বহু মানুষ এখন বাড়ি ছাড়া।ধসে গেছে পাঁকা বাড়ি ।আটকে আছে বহু মানুষ। দিন রাত এক করে উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা। ঠিক সে সময়ে এখ খুদে নিজের মতো করেই এক জওয়ানকে ধন্যবাদ জানাল। আর মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও।
ভিডিও টি মহারাষ্ট্রের সেখানে দেখা যায় এক খুদে এসে জওয়ানকে বলছে , ‘ আপনি খুব ভালো কাজ করছেন ‘ এরপরে জওয়ানের সঙ্গে হাত মিলিয়ে এক ছুটে ফিরে যায় সে।
#WATCH A child salutes an Army personnel and tells him "aap bahut accha kaam karte ho", during rescue operations in flood-hit Gaonbagh. #Maharashtra (Source- Defence PRO) pic.twitter.com/ym1RX7TKjA
— ANI (@ANI) August 11, 2019