বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা কে “মহামারী” (প্যানডেমিক) হিসেবে ঘোষণা করল!

0

সমাচার ডেস্ক: যখন কোনো ছোঁয়াচে রোগ মানুষ থেকে মানুষে সংক্রমণের মাধ্যমে পৃথিবীর বহু অংশে ছড়িয়ে পড়ে তখনই তাকে বলা হয় প্যানডেমিক বা ‘বিশ্বব্যাপী মহামারি’।

করোনাভাইরাস চীন থেকে শুরু করে তার বিশ্বব্যাপী জাল বিস্তার করেছে। যার প্রভাব পড়েছে এয়ারলাইন্স থেকে আরম্ভ করে বিশ্ব বাণিজ্য সংস্থা গুলোর উপর। পড়েছে বড় বড় কোম্পানির অর্থলগ্নি সংস্থা গুলোর উপর।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৩৩৭ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ২১ হাজার ৫৬৪ জন। ভারতেও আক্রান্তের সংখ্যা প্রায় অনেক তবে এ নিয়ে অনেক স্বাস্থ্য দপ্তরে মুখ খুলতে নারাজ।

বুধবার ১১ মার্চ এক সংবাদ সম্মেলনে বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস এ কথা ঘোষণা করেছেন, খবর বিবিসিসূত্রে

তবে তিনি বলেন,-” বিভিন্ন দেশ এটা দেখাতে পেরেছে যে এই নতুন করোনাভাইরাসের বিস্তারকে দমন এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। আক্রান্ত দেশগুলোর সরকারের প্রতি জরুরি এবং আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে এ সংক্রমণের গতিপথ বদলে দেবার আহ্বান জানান গেব্রেইয়েসুস।”