সরস্বতীর বাহন কেন রাজহাঁস? এই তিনটি কারণ জেনে রাখুন এবং শিশুদেরকে জানান

0

ওয়েব ডেস্ক: সরস্বতী দেবীর পাশে আমরা বাহন হিসেবে হাসকে দেখতে পাই । কিন্তু আমরা কি জানি যে কেন এই বাহন হাঁস?প্রথম কারণ বিচার বুদ্ধি দিয়ে যা কিছু দরকারি, যা কিছু মঙ্গল, সেটুকুই গ্রহণ করতে হবে মানব জাতিকে। তাছাড়া, স্থল, জল ও আকাশ, সব জায়গায় বিচরণ করতে সক্ষম রাজহাঁস। ঠিক তেমন করেই জ্ঞানকে হতে হবে মুক্ত। সর্বব্যাপী হবে তার প্রকাশ।

দ্বিতীয় কারণ কথিত আছে যে, হাঁস জলে ভেসে বেড়ালেও তার পাখনা জলে ভেজে না। জল লাগলেও তা ঝেড়ে ফেলে দেয় রাজহাঁস। বিদ্যা অর্জনের পদ্ধতিও হবে অনেকটা এইরকমই। মানুষ যে জ্ঞান অর্জন করবে, তা বিদ্যার্থীকে আসক্তিমুক্ত করে গড়ে তুলবে।

তৃতীয় কারণ হিসেবে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা মনে করেন শ্বেতশুভ্র হাঁসের সামনে যদি একটি পাত্রে জলের সঙ্গে দুধ মিশিয়ে রাখা যায়, তাহলে সে নাকি মিশ্রণ থেকে দুধটুকুই শুষে পান করবে। আর পাত্রে পড়ে থাকবে শুধু জল। রাজহংসের এই স্বভাব জ্ঞান আহরণের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ।