ইভাঙ্কা ট্রাম্প রানী এলিজাবেথের পর তৃতীয় ভারতীয় নারী কে? যিনি বিশ্বে জনপ্রিয়তায় শ্রেষ্ঠ

0

শুধু পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা তাদের সমস্ত বিষয়ে এগিয়ে থাকবে এমনটা নয়। নারী শক্তি ও এমন একটা পরিচয় হয় এর নতুন ঠিকানা তৈরি করেছে যাতে শুধু বিদেশি নারীরা নয় ভারতীয় নারীরা হয়ে উঠেছে বীরাঙ্গনা। ওদের মধ্যে যে দুজনের নামের প্রথম নামটা শুনে চমকে যাবেন না কিন্তু?

দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী আর এখন দেশের প্রথম অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনের ক্ষমতা এখন গোটা বিশ্ব দেখছে। ব্যাবসায়িক দিক থেকে বিশ্বের সবথেকে প্রচলিত ম্যাগাজিন ফোর্বস (Forbes) জানিয়েছে যে, নির্মলা সীতারমন ইংল্যান্ডের রানী এলিজাবেথ-২ আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের থেকেও পাওয়ারফুল। হ্যাঁ বিষয়টি চক্ষুচড়কগাছ করবার মতো হলেও এমনটাই সত্যি সম্প্রতি জারি ফোর্বস ওয়ার্ল্ড ১০০ মোস্ট পাওয়ারফুল ওমেন এর লিস্টে নির্মলা সীতারমন ৩৪ নম্বর স্থানে আছেন। আর কুইন ইলিজাবেথ এবং ইভাঙ্কা ট্রাম্প ওই তালিকায় ওনার নীচে আছেন।