সমাচার ডেস্ক: করোনার থাবা এবার বেলুড়মঠে। তাড়াহুড়োর ফল কি ভুগতে হচ্ছে? প্রশ্ন জনসাধারণের। ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও মঠ কর্মীর শরীরে ধরা পড়ল কোভিড-১৯ সংক্রমণ৷
করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁদের৷ যদিও মন দিয়েছেন এতে আকর্ষণ করে এই সমস্ত প্রক্রিয়া চালানো হয়েছিল কিন্তু কিভাবে করুণা সংক্রান্ত হলো তা বুঝে উঠতে পারছেনা কর্তৃপক্ষ
মঠের দুই মহারাজের করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই গত সপ্তাহে ভাগে ভাগে হাওড়া বেলুর মঠের ৬০০ জন আবাসিকের করোনা টেস্ট করা হয়৷ আর এরপরই শুরু হয় চরম বিপত্তি। মঠের এসপিও জানান, যাঁদের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে, তাঁদের সকলকেই আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।