যোগী আদিত্যনাথ ক্ষমতায় ফিরলে ইউপি ছেড়ে চলে যাবো, বললেন মুনাওয়ার রানা

0

সমাচার ডেস্ক:জনপ্রিয় কবি মুনাওয়ার রানার (Munawwar Rana) মন্তব্য ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, বর্তমানে সেই বিষয়টি আলোচনার বিষয় হয়ে উঠেছে।মুনাওয়ার রানা বলেছেন, যোগী আদিত্যনাথ আবার মুখ্যমন্ত্রী হলে তিনি ইউপি ছাড়বেন। একটি নিউজ চ্যানেলকে দেওয়া অভিবাসন ইস্যুতে আলাপকালে রানা এসব কথা বলেন।

সেখানে তিনি বলেন যে,ইউপিতে যোগী সরকারের আমলে পরিবেশ খুবই খারাপ হয়ে পড়েছে। যোগী আবার মুখ্যমন্ত্রী হলে দিল্লি-কলকাতা যাবেন। এসময় তিনি বলেন, তার পূর্বপুরুষরা পাকিস্তানে যাননি, তবে তাদের এই শহর ছেড়ে যেতে হবে।

তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক লোক মন্তব্য করেছেন এই বিষয়ে, অসিত ভাটিয়া নামে এক ব্যবহারকারী রানার পুরানো বিবৃতিটি স্মরণ করেছেন, “যেমনটা আমার মনে আছে, তিনি পাঁচ বছর আগে একই কথা বলেছিলেন, কিন্তু ইউপিতে বসবাস করছেন।” আরেকজন ব্যবহারকারী গৌরব মিশ্র রানাকে কটাক্ষ করে লিখেছেন – “খুব ভালো.. ইউপি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবে!”।

তবে ব্যবহারকারী তরুণ লিখেছেন- “আপনি নির্বাচনের জন্য অপেক্ষা করছেন কেন?শেষবার যাওয়া উচিত ছিল। জোকাররা শুধু টাকার জন্য যা কিছু করে, এই ধরনের লোকেরা দেশে প্রতিকূল পরিবেশ তৈরি করে।”