দেশ যখন বিচার পেল ;তখন ধর্ষকদের এনকাউন্টারের বিরুদ্ধে বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি?

0

অস্ত্র ছিনিয়ে পুলিশকে মারার চেষ্টা। আত্মরক্ষার্থে এনকাউন্টার। এখন এই খবর প্রত্যেকটি ঘরের কানায় কানায় এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে গোটা দেশ আজ ফুল বর্ষণ করছে তেলেঙ্গানা পুলিশ এর কার্যকারিতা উপর। একাধিক মহিলা সংগঠন থেকে আরম্ভ করে সমস্ত দেশবাসী আজ আনন্দে আত্মহারা। এমন ধরনের সংবিধান ও আইন যেভাবে পুলিশ তার নিজের ক্ষমতার প্রয়োগ করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু এতেই শেষ নয়! এরমধ্যেই বিপরীত মন্তব্য প্রকাশ করেছেন সীতারাম ইয়েচুরি!

তবে বহুজন এই এনকাউন্টার কাণ্ডের সমালোচনা করেছেন। যার মধ্যে সিপিএম এর নেতা সীতারাম ইয়েচুরি রয়েছেন। সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) বলেছেন এই এনকাউন্টার করা সঠিক হয়নি। এটা সমস্যার সমাধান হতে পারে না। সীতারাম ইয়েচুরি বলেছেন প্রতিহিংসা কখনোই ন্যায়প্রদান করা হতে পারে না। ইয়েচুরি বলেন এটা সভ্য সমাজের কাজ নয়। এইভাবে সমস্যার সমাধান হলে তা সুরক্ষার উপর প্রশ্ন তুলবে।

এর সাথে তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন “যে ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ মামলার পরেও আমরা কেন কঠোর আইন প্রয়োগ করতে পারছি না?”