“আমি তার মেয়েকে দেখি, তখন আমার শ্বাসরোধ হয়” এ আর রহমানের মেয়ের পোশাক নিয়ে ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে খড়গহস্ত তাসলিমা

0

ওয়েব ডেস্ক: লেখা থেকে আরম্ভ করে ধর্মীয় স্বাধীনতা, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে একেবারে সমাজের গোড়ায় আটকে থাকা ভন্ডামীর বিরুদ্ধে মুখ খুললেন তিনি। তিনি বাংলাদেশের খ্যাতনামা সাহিত্যিক ও লেখিকা তাসলিমা নাসরিন। তিনি পশ্চিমবঙ্গের বাসা বেঁধেছে তার লেখনীর মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত কেউ সরে যেতে হয়েছে। এবার তিনি মুখ খুললেন পোশাক-পরিচ্ছদের বিষয় নিয়ে।

টুইটারে তিনি লেখেন, ‘ I absolutely love A R Rahman’s music. But whenever i see his dear daughter, i feel suffocated. It is really depressing to learn that even educated women in a cultural family can get brainwashed very easily!’