এই ২ বছরে কী শিখেছিস? শিক্ষিকার প্রশ্নের উত্তরে ‘কাঁচা বাদাম’ গেয়ে উঠল পড়ুয়া, তুমুল ভাইরাল ভিডিও

0

সমাচার ডেস্ক: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে বেশকিছু ভিডিও ভাইরাল হয়ে যায় , রিতিমত সোশ্যাল তুমুল ভাইরাল ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি। এবার এক ইস্কুলের ছেলে বীরভূমের ভুবন বাদ্যকরের গাওয়া গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় জুড়ে ভাইরাল হচ্ছে। ফেব্রুয়ারি থেকে রাজ্যের একাধিক স্কুল খুলেছে,গত দু’বছর ধরে করোনার সঙ্গে মোকাবিলার জন্য বন্ধ ছিল সব স্কুল-কলেজ।

স্কুল খুলতেই কাঁচা বাদাম গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘পাড়ার শিক্ষালয়’ শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে।এক খুদে ছাত্রের কাছে শিক্ষিকা জানতে চেয়েছিল গত দু’বছরে কী শিখেছে,এই প্রশ্নের উত্তর ‘বাদাম কাকু’র বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে শুরু করে ওই খুদে ছাত্র। স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান শিক্ষিকা থেকে পড়ুয়া সকলেই।

ভাইরাল ভিডিওটি ১ মিনিট ১০ সেকেন্ডের রিতিমত সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।লাইক, কমেন্টের ঝড় বইছে নেটদুনিয়ায়। ভিডিওটি যে বাংলার কোনও স্কুলের তা স্পষ্ট। তবে এখন পর্যন্ত ছাত্রের নাম, পরিচয় জানা যায়নি।