পুলওয়ামা জঙ্গি হামলার সময় ঠিক কী ঘটেছিল ?

0

উরির থেকেও ভয়ঙ্কর জঙ্গি হানা কাশ্মীরে। পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত ৪২ জওয়ান। পরে মৃতের সংখ্যা ৪৭ গিয়ে দাঁড়ায় । জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরার লেটাপোরার কাছে একটি গাড়ি কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। হামলার দায় স্বীকার করেছে জইশ-এ-মহম্মদ। জঙ্গিহানার ভয়াবহ ছবি দেখে শিউরে উঠছে গোটা দেশ।

এই দিনের ঘটনা ফিরিয়ে এনে দিয়েছিলো দু’বছর আগের পুরোনো উরির স্মৃতি কথা। বৃহস্পতিবার, শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে ধরে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ২৫০০ জওয়ানের একটি কনভয়। আটাত্তরটি গাড়ির ওই বিশাল কনভয়ই ছিল জঙ্গিদের টার্গেট।

পুলওয়ামার অবন্তীপুরার কাছে কনভয় পৌঁছতেই, উলটো দিক থেকে একটি এসইউভি গাড়ি কনভয়ের কাছাকাছি চলে আসে। তারপরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পাশেই ছিল চুয়ান্ন নম্বর ব্যাটেলিয়নের বাস। বিস্ফোরণে উড়ে যায় জওয়ানদের বাসটি।

হামলার জেরে বহু জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রক্তাক্ত রাজপথ। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে জওয়ানদের দেহাংশ, গাড়ির যন্ত্রাংশ। শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে তখন যেন যুদ্ধক্ষেত্র। ঘটনার আকস্মিকতা কাটিয়ে দ্রুত উদ্ধার কাজে নামেন জওয়ানরা। আহতদের তড়িঘড়ি শ্রীনগর সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

সিআরপিএফ সূত্রে খবর, ১০০ কেজির বেশি বিস্ফোরক ছিল ওই গাড়িটিতে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-এ-মহম্মদ। সামনে আসে, ফিদায়েঁ জঙ্গির পরিচয়ও। জানা যায়, ওই জঙ্গির নাম আদিল আহমদ ওরফে ওয়াকার।