এসব কি তামাশায় চলছে , বাড়ির সামনে কোয়রান্টাইন পোস্টার লাগানো নিয়ে কড়া জবাব দেবশ্রী চৌধুরীর

0

সমাচার ডেস্কঃ- রায়গঞ্জ সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর বাড়ির সামনে হোম কোয়ারান্টাইনে নোটিশ লাগানো নিয়ে তৈরি হলো বিতর্ক ‌। ব্লক স্বাস্থ্য আধিকারি ও রায়গঞ্জ থানার আইসিকে পোস্টর লাগানো নিয়ে দিধা প্রকাশ করে তথা সাংসদ বলেন , এসাব কি তামাশা চলছে ।  এই বলে তাদের ফিরিয়ে দেন ।

প্রসঙ্গত , রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত ও রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস লিখিত অভিযোগ দেবশ্রীর বিরুদ্ধে অভিযান জানান জেলা পুলিশ-প্রশাসনকে । লিখিত অভিযোগ, দেবশ্রী দিল্লি থেকে কলকাতা এসেছেন , এরপর রায়গঞ্জে আসেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ৷ এরপর শহরের রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন তিনি। সেই থেকেই শুরু হয় বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে । জেলা প্রশাসনের ওপর প্রশ্ন তোলেন, লকডাউনের পর কী করে কলকাতা থেকে রায়গঞ্জে এলেন মন্ত্রী ? কোয়ারান্টাইনে না থেকে কেমন করেই বা রাস্তায় বেরিয়ে পড়লেন দেবশ্রী দেবী ?

এর অভিযোগের ভিত্তিতে , জেলা প্রশাসন মন্ত্রীর সুদর্শনপুরের আবাসনে হোম কোয়ারান্টাইনের নোটিশ লাগাতে জান । তাখনই বির্তক তোলেন সাংসদ দেবশ্রী । তিনি প্রশ্ন করেন , এই পোস্টের কি সরকারি নির্দেশ মেনে লাগানো হচ্ছে । তখন দেবশ্রী কর্তব্য নিয়ে প্রশ্ন তুললে । জবাবে বলেন , সেদিন আমি ছাড়াও অন্যান্য সংসদরা দিল্লি থেকে বাড়ি ফিড়েছেন , তাদের বাড়িতে পোস্টের লাগানো হয়েছে । হয়ে থাকলে তার রেফারেন্স ও অর্ডার কপি দেখান । ঘৃন্য রাজনীতির সীমা থাকা উচিৎ। যাঁরা আমাকে সাবধান করতে এসেছিলেন, তাঁরা নিজেরাই মাস্ক ছাড়া এসেছেন । তারা নিজেই সোস্যাল ডিসটেন্স মানছেন না । তারাই আমাকে শেখাতে আসছে সাবধান হওয়ার কথা ।