পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সাইক্লোনে ক্ষতি হয়েছে, মানুষ লড়াই করছে, জানান মোদী

0
North 24 Parganas: Prime Minister Narendra Modi holds a review meeting with the officials after his aerial survey of the Amphan Cyclone affected areas in the state, at Basirhat in North 24 Parganas, Friday, May 22, 2020. (PIB/PTI Photo)(PTI22-05-2020_000147B)

রাজীব ঘোষঃ আনলক-১ ঘোষণা করার পরে এ দিন মন কি বাত অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, করোনাভাইরাস থেকে দেশকে বাঁচাতে হবে। তাই সবাইকে সামাজিক দূরত্ব বিধি, মাস্ক ব্যবহার করতে হবে। আরো সতর্ক হয়ে চলতে হবে। সবার সুস্থতা কামনা করি। করো না সংক্রমণের সঙ্গে দেশে আরও একাধিক দূর্যোগ এসেছে। পরিবেশ পরিবেশের দিকে লক্ষ্য রাখতে হবে ।সেই কারণে প্রচুর গাছ লাগাতে হবে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় সুপার সাইক্লোন এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই রাজ্যে ঘুরে এসেছি। দুই রাজ্যের মানুষ বিপর্যয়ের সঙ্গে লড়াই করছেন। পরিবেশ রক্ষা করতে গেলে আরো গাছ লাগানো জরুরী। প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ হয় শ্বাসযন্ত্রে।

নিয়মিত যোগাসন করা উচিত। অনুলোম বিলোম কপালভাতি প্রাণায়াম করা উচিত। অন্যান্য দেশ যোগাসন সম্বন্ধে আগ্রহী। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এবছরের থিম বায়ো ডাইভারসিটি। পরিবেশ সংকটের সঙ্গে লড়াই করব। সাইক্লোন এর ফলে দুই রাজ্যে বহু মানুষ গৃহহীন হয়েছেন। কৃষি ক্ষেত্র সংকটের মধ্যে পড়েছে। পঙ্গপালের হানায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করা হবে ।মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা করেন মোদি।