পরনে শাড়ি! মাঠে নেমে ফুটবলে লাথি মেরে ‘খেলা হবে’ দিবস পালন করলেন মহুয়া

0

সমাচার ডেস্কঃ তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে যে তারা মঙ্গলবার ‘খেলা হবে দিবস’ পালন করবে, দলের নেতারা খেলার প্রচারের জন্য পশ্চিমবঙ্গ জুড়ে ফুটবল ম্যাচের আয়োজন করবে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি অনুষ্ঠানে ফুটবল খেলার ছবি শেয়ার করেছেন।উল্লেখ্য, গত বছর রাজ্য বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ এক ধরনের যুদ্ধের কান্নায় পরিণত হয়েছিল। তৃণমূল কংগ্রেস নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। বন্দ্যোপাধ্যায় গত বছর ঘোষণা করেছিলেন যে ১৬ অগাস্ট খেলা হোবে দিবস হিসাবে পালিত হবে।

মঙ্গলবার বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ‘খেলা হোবে দিবসে আমি আমার উষ্ণ শুভেচ্ছা জানাতে চাই। গত বছরের ইভেন্টের ব্যাপক সাফল্যের পর, আজ আমি এতে বিপুল সংখ্যক তরুণদের অংশগ্রহণের জন্য অপেক্ষা করছি।

১৯৮০ সালে ইডেন গার্ডেনে ফুটবল খেলা চলাকালীন পদদলিত হয়ে নিহত ১৬ জনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং খেলার প্রচারের জন্য কলকাতায় ফুটবল ম্যাচের আয়োজন করা হচ্ছে। দলের নেতা তাপস রায় বলেন, “রাজ্যের সব ব্লকে কর্মসূচি পালনের জন্য সব দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।”