“অর্থনীতিকে চালাতে প্রতিটি অতিরিক্ত টাকার উপর আমাদের নজর থাকবে।” মোদীর আর্থিক প্যাকেজের ঘোর সমালোচনায় চিদাম্বারাম

0

সমাচার ডেস্ক: করোনা পরিস্থিতিতে এখন বিধ্বস্ত আমেরিকা রাশিয়া ইতালি থেকে আরম্ভ করে বিশ্বের সমস্ত বৃহৎ দেশগুলো। তবে এর মধ্যে থেকে ভারত কিছুটা সুস্থতার আবহাওয়া বজায় রাখলেও করোনার থাবা থেকে এবং লকডাউন থেকে বের হয়ে আসার উপায় বের করতে এখনো পর্যন্ত সমাধান সূত্র বের করতে পারেনি। যার সমালোচনা চলছে বিভিন্ন মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কিন্তু এরপর মাঠে নেমেছেন কংগ্রেস।

কিছুটা হলেও দেরিতে মাঠে নামলেন প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি টুইটারে লিখলেন কংগ্রেসের তরফে সমালোচনা করা হয়। কিন্তু গতকাল কিছু বলেননি প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। সেই কারণও বুধবার টুইট করে বলেন তিনি।

চিদম্বরম জানান, “গতকাল প্রধানমন্ত্রী আমাদের হেডলাইন ও একটা ফাঁকা পাতা দিয়েছেন। তাই আমার প্রতিক্রিয়াও সেরকম ছিল। আমি আশা করছি আজ, অর্থমন্ত্রী সেই পাতা ভর্তি করবেন। অর্থনীতিকে চালাতে প্রতিটি অতিরিক্ত টাকার উপর আমাদের নজর থাকবে।”