সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপির সুব্রাহ্মণম স্বামী

0

বিনোদন ডেস্ক: 34 বছরের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আমরা এখনো ঠিকভাবে মেনে নিতে পারছিনা।পর্দার মাহির মৃত্যু আমাদের প্রত্যেককে শোকগ্রস্ত করে তুলেছে।তার রহস্যজনক মৃত্যু র কারণ খুঁজতে খুঁজতে আমরা প্রত্যেকেই মরিয়া হয়ে উঠেছি। সুশান্তের মৃত্যুর পর বলিউডের হেভিওয়েটদের নাম উঠে এসেছে। উঠে এসেছে নেপোটিজম তত্ত্ব।

সুশান্তের মৃত্যুর পর বলিউডের অনেক হেভিওয়েটদের নাম জড়িয়েছে, তাদের মধ্যে সালমান খান ও করন জোহর ভীষণ ভাবে উল্লেখযোগ্য।সুশান্তর মৃত্যুর পর থেকে সুশান্তের ভক্তরাও নেটাগরিকদের বিদ্বেষ পড়েছে উপরিউক্ত দুই হেভিওয়েট দের উপর।

যেহেতু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে বলিউডের অনেক হেভিওয়েটদের নাম জড়িয়ে আছে তাই ভক্তরা চিরকাল দাবি করে এসেছে সুশান্তের মৃত্যুতে যেন সিবিআই তদন্ত হয়। ভক্তদের বক্তব্য ছিল-সুশান্তের মৃত্যুর তদন্ত টাকার মাধ্যমে ধামাচাপা পড়ে যেতে পারে, সিবিআই তদন্ত হলে সেটি হবে না। এইবার একজন বিজেপি সংসদ ও সুশান্তের মৃত্যুতে সিবিআই এর হস্তক্ষেপ চাইলেন। ইনি বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

একটি রাজনৈতিক বৈঠকে শুক্রবার সুব্রহ্মণ্যম স্বামী বলেন-“এই ঘটনায় আমরা কাউকে গ্রেফতারের দাবি না পড়লেও স্পষ্ট বুঝতে পারছি যে তদন্ত যথেষ্ট ঘাটতি রয়েছে। সুশান্তের মৃত্যুর পর মানুষের মনেও নানারকম প্রশ্ন এসেছে সেই সকল প্রশ্নের উত্তর পেতে ও সঠিক পথে যাতে তদন্তটা হয় সেই জন্য আমরা সিবি আই এর হস্তক্ষেপ চাইছি।”

এবার সুব্রাহ্মণ স্বামীকে প্রশ্ন করা হয়েছে মহারাষ্ট্র সরকার কি সুশান্তের মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি জানাতে পারেন?

এর উত্তরে তিনি বলেন-“ক্ষমতাসীন শিবসেনা রাজ্যের জোট সরকারের একটি অংশ। এবার শুধু যে শিবসেনা চাইলেই এমনটা হবে তা নয়, বাকিদেরও এই বিষয়ে সহমত হতে হবে।”

এই দিন শনিবার কঙ্গনা রানাউত একটি টুইট করে বলেন-আমির সালমান ও শাহরুখ খানের সঙ্গে অন্ধকার দুনিয়ার বিশেষ যোগ রয়েছে। বিশেষ করে সালমান খানের। ওর অপরাধগুলো সামনে আনা হোক। সালমানের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। বলিউড হল দুর্নীতির আখড়া‌। সেক্স আর ড্রাগ এখানে খুবই সাধারণ ব্যাপার।

এই প্রসঙ্গ টেনে সুব্রহ্মণ্যম স্বামী এদিন রি ট্যুইট করেন-“বলিউডের তিন খানের বিদেশে প্রচুর সম্পত্তি রয়েছে, মূলত দুবাইতে।কারা তাদের এত বিলাসবহুল বাংলো উপহার দিলেও তা তদন্ত করে দেখুক সিবিআই, আই টি,ইডি।নাকি এরা সব তদন্তের উর্দ্ধে?”