ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি

0

সমাচার ডেস্ক: উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি  (Wasim Rizvi) আজ ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।আজ (সোমবার) সকালে তিনি দশনা দেবী মন্দিরে শিবলিঙ্গে দুধ নিবেদন করে হিন্দু সনাতন ধর্মের প্রতি আস্থা প্রকাশ করেন। গতকাল (রবিবার) রাতেই আগ্রা থেকে দশনা দেবীর মন্দিরে এসেছিলেন রিজভি।আজ সকাল ১০.৩০ টায় দশনা মন্দিরে মহন্ত ইয়াতি নরসিংহানন্দ সরস্বতীর উপস্থিতিতে মন্দিরের পুরোহিতরা যথার্থভাবে বৈদিক মন্ত্র ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্ম গ্রহণ করেন।

আজ ধর্মান্তরের পর রিজভী অভ্যাগী ভ্রাতৃত্বে যোগ দেন। সৈয়দ ওয়াসিম রিজভির নতুন নাম হবে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী (Jitendra Narayan Singh Tyagi) । এখন তার গোত্র হল বৎস। ধর্মান্তরের আগে রিজভি বলেছিলেন যে নরসিংহানন্দ গিরি মহারাজ তাঁর নতুন নাম ঠিক করবেন।

ধর্মান্তরিত হওয়ার পর ওয়াসিম রিজভী বলেন, সনাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে পবিত্র ধর্ম। এর অনেক বৈশিষ্ট্য রয়েছে।  ধর্মান্তরের জন্য ৬ ডিসেম্বরের পবিত্র দিনটিকে বেছে নিয়েছেন বলে জানান তিনি। কারণ ৬ই ডিসেম্বর ১৯৯২ সালের এই দিনে, করসেবকরা অযোধ্যায় বাবরি মসজিদের কাঠামো ভেঙে দেয়।

ওয়াসিম রিজভী বলেন, আজ থেকে তিনি শুধু হিন্দুত্বের জন্য কাজ করবেন।  তিনি বলেন, মুসলমানদের ভোট কোনো রাজনৈতিক দলে যায় না। মুসলমানরা শুধু হিন্দুত্বের বিরুদ্ধে ভোট দেয় এবং হিন্দুদের পরাজিত করতে।