করোনা মোকাবেলায় সফল কিট বানানোর পর মা হলেন ভাইরোলজিস্ট মিনাল

0

দিন দিন নিজের আসল চেহারা দেখাচ্ছে চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে চীনের করোনা ভাইরাস। তবে এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের তৈরি প্রথম কিট বৃহস্পতিবার বাজারে পৌঁছেছে। আর এর নেপথ্যে কাজ করেছেন দেশের ভাইরোলজিস্ট মিনাল দ্যাখাভে ভোঁসলে।

এই কিটের সাহায্য খুব সহজেই যারা ফ্লুর লক্ষণ নিয়ে যারা অসুস্থ তাদের করোনা শনাক্তকরণের কাজ দ্রুতগতিতে করা যাবে বলে আশা করেছেন অনেকে।পুনে শহরের মাইল্যাব ডিসকভারি ভারতের প্রথম কোনও প্রতিষ্ঠান হিসেবে করোনা টেস্টের কিট উদ্ভাবন এবং বাজারজাত করছে। চলতি সপ্তাহে পুনে, মুম্বাই, দিল্লি, গোয়া ও বেঙ্গালুরুতে প্রথম ধাপে ১৫০টি কিট বাজারজাত করেছে।

মাইল্যাবের মেডিক্যাল অ্যাফেয়ার্সের পরিচালক চিকিৎসক গৌতম ওয়ানখেড় শুক্রবার বিবিসিকে জানিয়েছেন, গত সপ্তাহ থেকেই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ করছে । আগামী সোমবারের মধ্যে দ্বিতীয় ধাপে আরও কিছু কিট বাজারে ছাড়া যাবে।পুনের এই কোম্পানি এর আগে এইচআইভি, হেপাটাইটিস বি, সি এবং অন্যান্য রোগের পরীক্ষার কিট তৈরি করেছিল। মাইল্যাব বলছে, তারা এক সপ্তাহে এক লাখের বেশি করোনা কিট সরবরাহ করতে সক্ষম। এমনকি প্রয়োজন হলে সপ্তাহে দুই লাখেরও বেশি উৎপাদন করতে পারে।

মাইল্যাবের একটি কিটের মাধ্যমে একশ নমুনার পরীক্ষা করা যায়। এই কিটের মূল্য মাত্র এক হাজার ২০০ টাকা। অন্যদিকে চীন থেকে ভারত প্রত্যেকটি কিট আমদানি করেছে সাড়ে ৪ হাজার টাকা।কিট তৈরি করার পর সন্তানের জন্ম দিলেন ভাইরোলজিস্ট।

মাইল্যাবের গবেষণা ও উন্নয়ন প্রধান ভাইরোলজিস্ট মিনাল দ্যাখাভে ভোঁসলে বলেন, চীন থেকে আমদানিকৃত কিটের মাধ্যমে করোনা শনাক্তের ফল জানা যায় ছয় থেকে সাত ঘণ্টা পর। কিন্তু আমাদের কিটে মাত্র আড়াই ঘণ্টায় ফল জানা যাবে।