ওয়েব ডেস্ক: নেট দুনিয়ায় ঝর তুলছেন মহেন্দ্র সিং ধোনি কখনো সেনা পোশাকে গান গেয়ে , কখনো ভলি বল খেলে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিডিও ভাইরাল হচ্ছে । বর্তমান খেলা থেকে অবসর নিয়ে এখন কাশ্মীরের সেনা-জওয়ানদের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি। ১৫ অগস্ট পর্যন্ত দক্ষিণ কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটেলিয়ানের কাজ করছে ধোনি।
ভাইরাল ভিডিওতে ধোনিকে দেখাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে ‘ম্যায় পল দো পল কা শায়র হু’ গান গাইছেন মহেন্দ্র সিং ধোনি।অন্য ভিডিও দেখা যাচ্ছে যে সেনা ব্যাটালিয়নের সঙ্গে ভলি বল খেলছেন মাহি।
Lt. Colonel Mahendra Singh Dhoni spotted playing volleyball with his Para Territorial Battalion!💙😊
Video Courtesy : DB Creation #IndianArmy #MSDhoni #Dhoni pic.twitter.com/H6LwyC4ALb
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 4, 2019
How pleasing is this! 😍❤️#MSDhoni pic.twitter.com/0gasXKRZXc
— Rea Dubey (@readubey) August 3, 2019