সমাচার ডেস্ক: বিনয় শর্মার প্রাণভিক্ষার জন্য একাধিক কৌশল নিতে দেখা গিয়েছে নির্ভয়া কাণ্ডের দোষীর আইনজীবীকে। এবার তিহার সংশোধনাগারের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে জখম করার চেষ্টা করল নির্ভয়ার অন্যতম দোষী বিনয় শর্মা।
দোষীদের আইনজীবী এপি সিংহ দাবি, মাথায় গুরুতর চোট পেয়েছে বিনয় শর্মা। এমনকি নিজের মা-কেও চিনতে পারেনি।তাই দোষীদের ফাঁসি পিছিয়ে ও বিনয়কে উপযুক্ত চিকিত্সা দিতে হবে বলে দিল্লির আদালতের কাছে আর্জি জানান আইনজীবী।
নতুন পরোয়ানা অনুযায়ী আগামী ৩ মার্চ নির্ভয়ার দোষীদের ফাঁসি । সেদিন সকাল ৬ টায় ফাঁসি কার্যকর করার কথা রয়েছে।কিন্তু দোষীদের আইনজীবী জানিয়েছেন,৩ মার্চ কোনও ফাঁসি হচ্ছে না, লিখে রাখতে পারেন ।আমি আমার আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করব। আমি তাদের সমস্ত আইনি বিকল্পগুলি নিয়ে আলোচনা করব ।
তারপর তাদের পরিবার যা চায় তাই করবে। এখন অনেক আইনি বিকল্প রয়েছে।এখন সব পিটিশনগুলি একে একে কার্যকর করা হবে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি ৩ মার্চ ফাঁসি হচ্ছে না।