সমাচার ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ গায়িকা লতা মঙ্গেশকর। যার কন্ঠস্বর কোকিলা নামে পরিচিত, ভারতরত্ন এবং পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর আর নেই এই পৃথিবীতে। ৮ জানুয়ারি লতা মঙ্গেশকর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন, এরপর তাকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সারা বিশ্ব থেকে তার ভক্তরা লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
তিনি আইসিইউতে ছিলেন এবং আবার ভেন্টিলেটরে স্থানান্তরিত হন। প্রায় এক মাস হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করার পর হেরে যান লতা মঙ্গেশকর। এই দুঃসংবাদটি আসতেই শুধু বলিউডে শোকের ছায়া।তাকে শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।এমন অনেক জায়গা থেকে ছবিও আসছে যেখানে ভক্তরা এই খবর শুনে চোখের জল আটকাতে পারছেন না।
আপনাদের জানিয়ে রাখি,২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে ইন্দোরে বিখ্যাত সঙ্গীতজ্ঞ দীনানাথ মঙ্গেশকরের ঘরে জন্মগ্রহণ করেন তিনি।লতা মঙ্গেশকর ৩৬টি ভাষায় ৫০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। লতা মঙ্গেশকর যখন ১৩ বছর বয়সে, তার বাবা দীননাথ মঙ্গেশকর মারা যান। এরপর পরিবারের দায়িত্ব এসে পড়ে তার ওপর।১৩ বছর বয়সে, তিনি ‘পেহলি মঙ্গলাগোর’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। লতা মঙ্গেশকরের প্রথম আয় ছিল ২৫ টাকা।