উত্তরপ্রদেশে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৬, আহত আরও ৫ 

0

উত্তর প্রদেশ: রবিবার উত্তরপ্রদেশে রাত সাড়ে ১১ নাগাদ নয়ডা অঞ্চলে ঘন কুয়াশায় মাইক্রোবাস খাদে পড়ে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আহত আরও ৫ জন যাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে , দূর্ঘটনাটি ঘটার সময় বাসে ১১জন ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। সেখান থেকে ১১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি ৫ জনের চিকিৎসা চলছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে রাস্তা বেশি দেখা না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হতে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।