অশালীন সেলিম! মমতা- মোদিকে দেশি-বিদেশি কুকুর এর সাথে তুলনা করে সমালোচনার নিন্দার ঝড়ের মুখে!

0

ওয়েব ডেস্ক:রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তিনি সাংসদ হয়েছিলেন। তার বাগ্মিতার জোরে। তিনি লোকসভায় কাটিয়েছিলেন বহুবছর। কিন্তু এখনো তার বুদ্ধিমত্তা এবং ভাষা দক্ষতার ওপর অনেকেই রাজনীতির পাকা খেলোয়ার বলে মনে করেন। কিন্তু হঠাৎ তার মুখ ফসকে এমন কেন কথা বের হল?চরচা শুরু করে গেল সমস্ত মহলে। এবং নিন্দার ঝড় বইতে লাগলো। আসলে ঘটনাটি ঘটেছে বর্ধমানে।বর্ধমানের একটি জনসভায় মন্তব্য করতে গিয়ে সেলিম বলেন, ‘সরকারি কর্মচারীরা ডিএ চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘেউঘেউ করবেন না। একইভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি কর্মীদের উদ্দেশে মোদী বলেছিলেন, ভউকতা হ্যায়(কুকুরের মতো চিৎকার করে)।’

আরো বলেন ‘যখন দেশি কুকুর ডাকে, তখন তাঁকে আমরা ‘ঘেউঘেউ’ বলি, আর বিলিতি কুকুর ডাকলে আমরা বলি ‘ভউকতা হ্যায়’। ঠিক যেমন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে কোনও পার্থক্য নেই, কেবল ঘেউঘেউ আর ভউকতা হ্যায়-এর পার্থক্যটুকু ছাড়া।’