ওয়েব ডেস্কঃ ৩৭০ রদ নিয়ে রবিবার সাফাই গাইলেন রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বললেন, ‘জীবনের ক্ষয়-ক্ষতির থেকে প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকা অনেক ভালো ।’ তাঁর দাবি, এতে প্রয়োজনীয় পণ্য আমদানি-রফতানিতে কোনও সমস্যা তৈরি হয়নি।
৩৭০ অনুচ্ছেদ বাতিলে মালিক আরও জানিয়েছেন, “যোগাযোগ ব্যবস্থা না বন্ধ করলে কাশ্মীরে অতীতের মতোই প্রাণহানি হত। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কিছু বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ছাড়া এখনও পর্যন্ত রাজ্যে কোনও মৃত্যুর খবর নেই।”