প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে নাশকতার ছক কষেছিল দুই সন্ত্রাসবাদি, উপযুক্ত শিক্ষা দিল বিহার পুলিশ

0

সমাচার ডেস্ক: পাটনা পুলিশের হাতে গ্রেফতার দুই জঙ্গি, সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে নাশকতার ছক কষেছিল বিহারের এই দুই জঙ্গি। আপনাদের জানিয়ে রাখি গত মঙ্গলবার বিহারের দেওঘরে বিমানবন্দর উদ্বোধন করতে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী ঠিক সেই সময়ে তাকে হত্যা করার পরিকল্পনা চলছিলো, এমনকি মোদির সফরের পনের দিন আগে থেকেই চলছিল বিশেষ প্রশিক্ষণ ধৃত দুই জঙ্গির।এই দুই জঙ্গির নাম আতহার পারভেজ এবং মহম্মদ জালালউদ্দিন।

আপনাদের জানিয়ে রাখি গত ৬ এবং ৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর হামলা করার জন্য বিশেষ মিটিং করেছিল ধৃত দুই জঙ্গি।সিমির আতহার পারভেজ ও মহম্মদ জালালউদ্দিনকে ফুলওয়ারি শরীফ থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের FIR অনুসারে, এবারও পাটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হয়েছিল, যখন ২০১৩ সালে সিমি-র সাথে যুক্ত সন্ত্রাসীরাও প্রধানমন্ত্রী মোদীর সমাবেশে বিস্ফোরণ ঘটিয়েছিল।এ মামলায় আতহার পারভেজের ভাই মানজার আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

উভয়ের কাছ থেকে পিএফআই পতাকা এবং পুস্তিকা উদ্ধার করা হয়েছে।পাটনা পুলিশের মতে, গ্রেপ্তার হওয়া দুজনেরই যোগাযোগ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সাথে সম্পর্কিত। পুলিশ তাদের উভয়ের কাছ থেকে PFI পতাকা, পুস্তিকা, প্যামফলেট এবং অনেক সন্দেহজনক নথি উদ্ধার করেছে, যাতে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামিক দেশ করার কথা বলা হয়েছে।

পাটনা পুলিশ জানিয়েছে যে তারা দুজনেই ফুলওয়ারি শরীফ এলাকায় সন্ত্রাসের একটি স্কুল চালাচ্ছিল। আতহার পারভেজ মার্শাল আর্ট ও শারীরিক শিক্ষার নামে মোহাম্মদ জালালউদ্দিনের সঙ্গে একটি এনজিও চালাতেন। আতহার মোহাম্মদ জালালউদ্দিনের ফুলওয়ারশরীফের নয়া টোলা এলাকার আহমেদ প্যালেসে ১৬ হাজার টাকা ভাড়ায় একটি ফ্ল্যাট নিয়েছিলেন।