মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের সোনগিনো খাইরখান প্রদেশে চার বছর আগে আবিষ্কৃত হয়েছিল প্রাচীন মমি। এবার গবেষকদের আলোচনা ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে হয়ে এলো এক প্রাচীন মমি । প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত এই মমি-র ফরেন্সিক পরীক্ষাও করা হয়। এর পর জানায়ায় দেহটি এক প্রাচীন বৌদ্ধ লামার। তিনি পদ্মাসনে আসীন। পরনে পশুচর্ম। ভস্মে আবৃত শীর্ণ কঙ্কালসার দেহ।
মঙ্গোলিয়ার এক গুহায় ধ্যানরত ছিলেন লামা সনঝভ। সঙ্গে ছিলেন তাঁর গুরু ওবগনো গেজার লামা। মঙ্গোলিয়ায় সর্বজন শ্রদ্ধেয় এই লামার শিষ্যত্ব নিয়েছিলেন সনঝভ।
পদ্মাসনে আসীন লামা সমঝভের মমি পাচার হওয়ার সময়ে ধরা পড়েছিল। তদন্তে জানা যায়, মমিটি চুরি করা হয়েছিল মঙ্গোলিয়ার আরখানগাই প্রদেশের দুর্গম সোডনোমদরঝা পাহাড়ের গুহা থেকে। সেই গুহায় লামা গেজারের ধ্যানরত মমি-দেহের পাশে ফেরানো হয় তাঁর শিষ্য়ের মমিও।
সূত্র: দ্য সাইবেরিয়ান টাইম্স।