জোড়া দাবাং আক্রমণঃ পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি দমন ভারতের ;আমেরিকার নিষেধাজ্ঞা জারি চিনা ছাত্রদের উপর

0

সমাচার ডেস্কঃ- ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব এবার প্রকট। কারণ একদিকে কৃষ্ণাঙ্গ মামলায় বারবার করে হামলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকা আর অন্যদিকে চীনের ক্রমশ বৃদ্ধি করতে বদ্ধপরিকর আমেরিকা। আর এই কারণে ডোনাল ট্রাম্প ঘোষণা করেছেন চীনের বিরুদ্ধে নতুন এক জেহাদ ।

 

আর এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমেরিকায় পড়াশুনা অথবা গবেষণা করা ‘এফ” এবং ‘জে” ভিসা চাওয়া কিছু চিনের নাগরিকরা আমেরিকার কাছে বিপদজনক। সেই কারণেই, তাদের আমেরিকায় প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হল।আবারও জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসবাদী সংঘর্ষ। একদিকে করোনার সাথে লড়াই অন্যদিকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই লড়ছে ভারত। বুধবার পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীর মৃত্যু হল। এই নিয়ে পুলওয়ামায় ২৪ ঘণ্টায় দুটি এনকাউন্টার হল।

জম্মু কাশ্মীরের আবহাওয়া কিছুদিন ধরেই বেশ উত্তপ্ত চলছে। বারংবার গুলির লড়াই চলছে সেনা জঙ্গীদের মধ্যে । আর এবার 3 জন জঙ্গি নিহত এর খবর মিলছে। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে । তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিদেশী হাতিয়ার অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন সকালে পুলওয়ামার কঙ্গন এলাকায় সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। সন্ত্রাসবাদীরা বিষয়টি আঁচ করতে পেরে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এভাবে লড়াই চলতে থাকে অনেকক্ষণ। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ প্রবল গুলির লড়াই চলে।