সমাচার ডেস্কঃ- বর্তমানে চীন ভারত পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। এরমাঝে চীন বাংলাদেশকে পাশে পেতে চাইছে তাদের শক্তিশালী ঘাঁটি করবার জন্য। এই সবকিছুর মধ্যেই এবার অন্য এক খবরে সাড়া জাগালো বাংলাদেশ। ভূমিকম্পে কেঁপে উঠলো দু দুবার। প্রথমটি রোববার বিকেল ৪ টা ৪৫ মিনিটে অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস থেকে যার কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ২.৭৯ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে যার মাত্রা ধরা পড়েছে ৫.১। গভীরতা ছিল ৩৯ কিলোমিটার।
কিন্তু এর পরবর্তীতে আবার যখন কেঁপে ওঠে তখন অনেকটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় দেশের পক্ষে।
দ্বিতীয়টি সোমবার ভোর ৪ টা ৪০ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩০১.১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। এর গভীরতা ১০ কিলোমিটার ছিল।