সমাচার ডেস্ক: গতকাল (শনিবার) মহারাষ্ট্রের গড়চিরৌলির পুলিশের গুলিতে ২৬ জন নকশাল নিহত হয়েছে। এই অভিযানে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মিলিন্দ তেলতুম্বদেও নিহত হয়েছেন। তার পিছনে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
গড়চিরৌলির পুলিশ সুপার (এসপি) অঙ্কিত গোয়েল নিশ্চিত করেছেন যে জঙ্গলে ২৬ জন নকশালবাদীর মৃতদেহ পাওয়া গেছে।তেলতুম্বে ওরফে জিভা, সিপিআই (মাওবাদী) এর অন্যতম শীর্ষ নেতা ছিলেন। সংগঠনের এমএমসি জোনের বিশেষ জোনাল সেক্রেটারি ছিল সে। শুধু তাই নয় তাকে একটি নতুন অঞ্চল তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়াল আজ জানিয়েছেন, ‘প্রাথমিক শনাক্তকরণ অনুযায়ী ২৬ মাওবাদীদের মধ্যে রয়েছে তেলতুম্বে। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার অতিরিক্ত এসপি সৌম্য মুন্ডের নেতৃত্বে সি-৬০ পুলিশ কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় এনকাউন্টারটি হয়।