সুর বদল কেন্দ্রের! এনবপিআরে আসছে নতুন নিয়ম। বিরোধিতায় সপ্তমে সুর মমতার

0

ওয়েব ডেস্ক: এনপিআর-এর জন্য কোনও নথি তো লাগছেই না এমনকি বায়োমেট্রিক কোনও তথ্য নেওয়া হবে না।আসামে এনআরসি নিয়ে শুরু হয়েছিল প্রথম বিতর্ক। তা নিয়ে উত্তাল হয়েছিল দেশ। এবং সেই এনআরসি বিতর্কে সমস্ত দেশের রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করবার কথা জানিয়েছিল কেন্দ্র এমনই দাবি বিরোধীদের। কিন্তু সরকার অবশ্য এ নিয়ে মত বদল করেছে বারংবার। তবে এবার এনআরসির এর আগে এন পি আর এর ব্যবস্থা শুরু হয়। তার আগে নাগরিকপঞ্জি আইন পাস করায় সরকার।

মন্ত্রকে জিজ্ঞাসাবাদ করা হলে জানানো হয়েছে, এনপিআর-এর জন্য খুব শীর্ঘই যে ফর্ম বের হবে, তাতে কাউর কাছে কোনও কাগজ চাওয়া হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রথম থেকেই তার সপ্তমে শশুর চড়িয়েছিলেন। এখনো তিনি বিরোধীতার পক্ষেই রয়েছেন। তবে কেন্দ্রের বিরুদ্ধে অনেক সমালোচকরাই বাঁকা চোখে দেখছেন।

এনপিআর অর্থাত্ জাতীয় পপুলেশন রেজিস্টারের জন্য কোনরকম নথিপত্র লাগবে না, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।