সমাচার ডেস্ক: একদিকে আমেরিকার ভোট যত এগিয়ে আসছে ততই যেন আমেরিকা রনধাওয়া বাঁচতে আরম্ভ করেছে কখনো রাশিয়া কখনো চীন কখনোবা পাকিস্তান এর বিরুদ্ধে আর তার একটা নজির গড়লেন ট্রাম্প করোনার কারণে পাকিস্তানের যাত্রা করা আমেরিকান নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করা, বিমানবন্দর বন্ধ করা, যাতায়াত নিষিদ্ধ, ঘরে থাকার আদেশ সমেত অন্যান্য এমার্জেন্সির সন্মুখিন হতে হবে।
এর পরেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন সংস্থাকে যাতে সঠিকভাবে বিষয়টি দেখাশোনা করে। পরামর্শে আমেরিকার নাগরিকদের বালুচিস্তান আর খাইবার পাখতুনখা প্রান্ত সমেত সংঘ দ্বারা প্রসাশিত জনজাতি এলাকা গুলোতেও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হয়তো ট্রাম পাকিস্তান প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না কিন্তু ট্রাম্প এর বিপরীতে যিনি রয়েছেন তিনি কি সত্যি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর বেশি নির্ভরশীল এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে? কারণ সেখানে সন্ত্রাসবাদ আর অপহরণের মামলা দিনদিন বেড়েই চলেছে।