ডেস্ক রিপোর্টারঃ ইতি মধ্যেই টিকটক (TikTok) ভাইরাল ভিডিও নিয়ে সরগোল । ঠাকুমা আর নাতির যুগলবন্দি । ধনুষের বিখ্যাত গান ‘কোলাভরি ডি…’ এই গানের নাচ কে অন্যরকমভাবে পেশ করেছেন তাঁরা । এই দুই জনের নাচে চোখ টেনেছে নেটিজেনদের ।
এই ভিডিওতে দেখা যাচ্ছে নাতির সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছেন ঠাকুমা। ঠাকুমা আর নাতির এই মিষ্টি মজার সম্পর্ক স্বাভাবিক ভাবেই আপনার ঠোঁটেও হাসির রেশ রেখে যাবেই। ভিডিওতে দিব্যি খোশমেজাজে থাকা প্রৌঢ় ঠাকুমাকে দেখে আপনার বয়সও কমে যেতে পারে নিমেষে। টুইটারে একজন এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “টিকটকেরকিছু ভিডিও সুপার কিউট”। টুইট করতে না করতেই এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে বলা বাহুল্য। বহু মানুষ এই ভিডিওটি পছন্দ করেছে এবং নিজেদের মতামতও জানিয়েছেন।
Some TikTok videos are super cute. Check this one out 😃 pic.twitter.com/M1sM1AHxi9
— Amit A (@Amit_smiling) July 6, 2019
সূত্র