বিনোদন ডেস্ক:হইচই অরিজিনালের হাত ধরে ওয়েব সিরিজে জগতে অভিষেক হচ্ছে টলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে।বড় পর্দার এই তারকা অভিনেত্রীর এবার অভিষেক হতে চলেছে ওয়েব দুনিয়ায়।দূর্গাপুজোর সময় হইচই অরিজিনাল এ নতুন ওয়েব সিরিজ ‘পাপ’ আর এখানে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে পূজা বন্দ্যোপাধ্যায়কে।
“পাপ” পূজার চরিত্রটির নাম পার্বণী,ওয়েবসিরিজে প্রথমবার অভিনয় করার প্রসঙ্গে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় বলেন, ”যখন আমি ‘পাপ’এর চিত্রনাট্য শুনলাম, তখন আমি আর না বলতে পারিনি। এধরনের একটা গল্পে আমি কাজ করতে পারছি এটা আমার সৌভাগ্য।
অভিনয় করেছেন, অভিনেতা রজত গঙ্গোপাধ্যায়, সোনালী গুপ্তা, অনন্যা সেনগুপ্ত, অভ্রজিৎ চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, আর জে রূপসা, সোলাঙ্কি রায়, ভাস্কর চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী ।