ওয়েব ডেস্কঃ পর হলো ১৪ দিন । চাঁদের বুকে নামার সময় ২.১ কিমি উপর বিক্রমের সঙ্গে ইসরোর সম্পর্কে বিচ্ছেদ ঘটে । এর পর ইসরো বিক্রমের সঙ্গে সম্পর্ক স্থাপনে ১৪ দিন সময় সিমা নেন । আজই সেই সময় সীমা সমাপ্ত হয়ে যাবে । এর পর চাঁদের বুকে অন্ধকার নেমে আসায় আর বিক্রমের সঙ্গে সম্পর্কে স্থাপন হবে না বলে জানিয়েছেন ইসরো ।