আতংবাদি পুষে রাখার জন্য; ভারতের বিরুদ্ধে শত্রুতার জন্য চীনের কাছ থেকে 100 টি ড্রোন ভিক্ষা পাচ্ছে পাকিস্তান

0

সমাচার ডেস্কঃ- সাম্প্রতিক এক ঘটনায়, চীন অন্তত ১০০টি ডিজেআই নজরদারি ড্রোন দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান সামরিক বাহিনী এগুলোকে তার নৌস্থাপনায় মোতায়েন করবে শত্রু (ভারতীয়) জাহাজ চলাচল নজরদারি করার জন্য।

 

 

এদিকে বেশ কিছুদিন আগে রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে পাকিস্তান এর ঘুম যেন উঠে গিয়েছিলো। তারা ভেবে নিয়েছিল ভারত এবার সঠিক দিশার পথে এগোচ্ছে। তাদেরকে আতংবাদিদের আরো ভালো করে প্রশিক্ষণ দিতে হবে। নেটিজনদের মধ্যে এমন ধরনের বক্তব্য উঠে আসছিল পাকিস্তান সম্পর্কে।

 

সত্য ও রামের আবির্ভাবে ভয়ে কাঁপছে আতংবাদি সুতিকাগৃহ পাকিস্তান; ভারতের ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল

আতংবাদি দেশ পাকিস্তান! আতংবাদি এর জন্মভূমি তথা সূতিকাগার বলা যেতে পারে পাকিস্তানকে!! যেখান থেকে লাদেন আবিষ্কার হয়েছে, হাফেজ, আজহার এর মত প্রধানরা সেখানে বিরাজমান। আর তারা এবার হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে ভারতের রাজ্য প্রতিষ্ঠা দেখে। যে শ্রী রামের জন্মভূমি তৈরি হয়েছিল বহু বছর আগে তাকে পুনরায় প্রতিষ্ঠা করেছে মোদি। আর সেই কারণে এবার পাকিস্তান থেকে উঠলো ক্রোধের সুর।

 

 

মঙ্গলবার একটি বয়ানে পাকিস্তানের রেল মন্ত্রী শেখ রাশিদ ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেন। উনি বলেন, ‘ভারত এখন রাম নগরী হয়ে গেছে। ওই দেশে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়েছে। ওই দেশে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা বলে আর কিছুই নেই। ওই দেশে সংখ্যালঘুরা সমস্যার সন্মুখিন হচ্ছে। ভারত এখন শ্রী রামের হিন্দুত্ব অনুসরণ করছে।”