এনআরসি নিয়ে আতঙ্ক বহুদিন ধরে চলছে ভারতের বিভিন্ন প্রান্তে। কিন্তু এর দায় কিন্তু বিজেপির নয়। এটা বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার বলেছে। বিরোধীরা হয়তো বোঝাতে সক্ষম হয়েছে এমনটাই ধারণা বিজেপি কর্মীদের। কিন্তু এবার তা নিয়ে আশঙ্কা দূর করবার জন্য অমিত শাহ নিজে দিলেন তার জবাব।
নাগরিকত্ব বিল আসলে তার সুফল পাবে বাংলা। আজ শিলিগুড়িতে জানালেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয় বর্গী। তিনি বলেন আজ এই বিল পেশ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে দেড় কোটি অনুপ্রবেশকারী আছে। এদের চিহ্নিত করা হবে। এরাই সবকিছু দখল করে রেখেছে। এ নিয়ে বিধানসভা উপনির্বাচনের নিশীথ প্রামানিক বাবুল সুপ্রিয় বারবার মুখ খুলেছিলেন। দেশে প্রকৃত নাগরিক বেকার হয়ে বসে আছে। দেশের আইন-শৃঙ্খলা উন্নয়ন সবেতেই সুফল মিলবে এই বিলের জেরে।