এবার বাঁকুড়া আশঙ্কায় টিউশনি ছাড়লো বিদ্যালয় শিক্ষকরা! ডিআই অফিসে জমা পরল নামের নথি

0

সমাচার ডেস্ক:একটা জাতির মেরুদণ্ডকে সোজা করতে সাহায্য করে। কিন্তু শিক্ষকরা বর্তমানে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে প্রাণপণ চেষ্টা করে চলেছেন তাতে অনেক অভিভাবকই শিক্ষক শ্রেণীর পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু কাজ করতে গেলে ভুল হবেই। আর সেই ভুল স্বীকার করাটা মহৎ কাজে সামিল। প্রশ্ন হচ্ছে এখনই কথাগুলো বলার কারণ কি? এই শিক্ষক সমাজের একাংশ নিজেদের প্রাইভেট টিউশন নিয়ে মত্ত থাকে। কিন্তু যা কোনোমতেই সমাজের বেকার শ্রেণীর মানুষ বা অন্য কারো কাছে কাম্য নয়। কারণ বিদ্যালয় কাজের প্রতি মনোনিবেশ করবে নিজের দায়িত্বকে কখনো এড়িয়ে যাবে না এমনি আশা করে সমাজ। কিন্তু এখানেই যেন কোথায় একটি ফাটল দেখা দিয়েছে বহুদিন ধরে। কিন্তু এ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। শিক্ষক মহলে ঢুকেছে ভয় তারাও আশঙ্কায় ছাড়ছে টিউশনি। কোচবিহার জেলার মত বাঁকুড়া জেলা ডিআই থেকেও একইরকম নির্দেশিকা বেরিয়েছে। সেখানেও শিক্ষকদের প্রাইভেট টিউশন না পড়ানোর কথা বলা হয়েছে। WBPTWA নামে এক সংগঠন ব্লক ভিত্তিক টিউশন পড়ানো শিক্ষকদের নামের লিস্ট ডিআই অফিসে জমা করেছে বলে জানানো হয়েছে। ওই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে অবিলম্বে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

ওই নির্দেশিকাতে বলা হয়েছে:- 

১। স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। আগামী জানুয়ারির ১০ তারিখ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।

২। পিছিয়ে পড়া পড়ুয়াদের নিয়ে স্পেশাল ক্লাস করানোর ব্যবস্থা করতে হবে।

৩। বিদ্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত ও নির্ধারিত সময়ে বিদ্যালয় ত্যাগের বিষয়ে গুরুত্ব দিতে হবে।

৪। প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করতে হবে।