“আজীবন “বাড়ি থেকেও সমান ভাবে তাঁরা কাজ করতে সক্ষম,যুগান্তকারী সিদ্ধান্ত টুইটারের

0

সমাচার ডেস্ক: ঘরে থেকে কাজ করার অভ্যাস এখন বিভিন্ন সংস্থার প্রায় হয়ে গিয়েছে বললেই চলে। কারণ করোনাভাইরাস শিখিয়ে দিয়েছে কিভাবে ঘরবন্দি থেকেও কাজ করতে হয়। আর এবার এক যুগান্তকারী সিদ্ধান্তের পথে টুইটার।

ট্যুইটার জানিয়েছে যে, -গত কয়েক মাসে লকডাউনের এই সময় সংস্থার কর্মীরা এটা প্রমাণ করে দিয়েছেন যে, বাড়ি থেকেও সমান ভাবে তাঁরা কাজ করতে সক্ষম। তাই বাড়ি থেকেই যদি সুষ্ঠুভাবে অফিসের সমস্ত কাজ করা যায়, তা হলে অফিসে আসার প্রয়োজন আর কিসের।

তাই বাড়ি বসেই ‘আজীবন’ চাকরি করার ব্যবস্থা ” এমন ঘটনার পরেও অন্য কোন সংস্থা এমন সিদ্ধান্ত নেবে কিনা তা হয়তো ভেবে দেখতে পারে । কারণ সময়ের সাথে সাথে বদলে যেতে পারে সামাজিক ব্যবস্থা।

করোনা ভাইরাসের জেরে অন্তত সেপ্টেম্বরের আগে অফিস খুলবে বলে মনে হচ্ছে না, এমন কথা আগেই জানিয়েছিল এই মাইক্রো ব্লগিং সাইট কোম্পানি।