ভগবান কৃষ্ণ যুদ্ধের কথা বলেছিলেন, ওনার তাহলে হরিনাম কীর্তন করা উচিত ছিল প্যান্ডেল টাঙিয়ে : দিলীপ ঘোষ

0

রাজীব ঘোষঃ- আমরা প্রথমে হিংসার কথা বলিনি। হিংসা প্রতিরোধ যদি কেউ ভাবে মন্ত্র জপ করলে হয়ে যাবে তাহলে তাকে সবাই কাপুরুষ ভাববে, নির্বোধ ভাববে। ভগবান কৃষ্ণ যুদ্ধের কথা বলেছিলেন, ওনার তাহলে হরিনাম কীর্তন করা উচিত ছিল প্যান্ডেল টাঙিয়ে। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সল্টলেকে তিনি যোগাভ্যাস করেন। চীনকে জবাব দিতে গিয়ে বিশ্ব যোগ দিবস হিংসার বদলে হিংসার কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি।

তিনি আরো বলেন, যারা কাপুরুষ তারা ক্ষমার কথা বলেন। তারা ক্ষমার কথা বলে, হিংসা ছাড়া কোথাও কোনো কিছুর সমাধান হয়নি। আমরাও যদি এখন হিন্দি চিনি ভাই ভাই বলি তাহলে আমাদের দেশের অনেকটা অংশ তারা নিয়ে নেবে। যারা যে ভাষায় কথা বলতে চায়, তাদের সঙ্গে সেই ভাষায় কথা বলাটাই নিয়ম। যে পারেনা সে নিশ্চিহ্ন হয়ে যাবে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চীনের আগ্রাসন নীতির সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লাদাখের উপত্যকায় ভারত-চীন সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের মৃত্যুর জবাবে উচিত শিক্ষা দেওয়ার পক্ষপাতী দিলীপ ঘোষ। তাই বিশ্ব যোগ দিবসে তিনি চীনকে যোগ্য জবাব দেওয়ার কথাই বললেন।