দেশে প্রচুর কর্মসংস্থান ফাঁকা রয়েছে, শুধু অভাব দক্ষ কর্মীর : কেন্দ্রীয় মন্ত্রীর সন্তোষ গাঙ্গোয়ার

0

ওয়েব ডেস্কঃ দেশে প্রচুর কর্মসংস্থান ফাঁকা রয়েছে, কিন্তু যোগ্য প্রার্থীর অভাব, এমন মন্তব্য করলেষ কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার । কেন্দ্রীয়মন্ত্রী বলেন, “দেশে কর্মসংস্থান প্রচুর রয়েছে। অভাব দক্ষ কর্মীর। উত্তর ভারতে নিয়োগ করতে গিয়ে এমন অভিযোগ এসেছে পদ অনুযায়ী দক্ষ কর্মীর অভাব রয়েছে।” এরপর সন্তোষ গাঙ্গোয়ারের দাবি, তাদের সরকার দক্ষতা মন্ত্রক তৈরি করা হয়্ছে। তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে সরকারের তরফে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের সমালোচনা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তিনি টুইটে লেখেন, “আপনাদের সরকার পাঁচ বছরের বেশি সময় ধরে রয়েছে। আর্থিক মন্দার জেরে প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে। উত্তর ভারতের মানুষদের অপমান করে এ ভাবে পার পাওয়া যায় না।”