সমাচার ডেস্কঃ- হিন্দুদের ওপর নির্যাতন হয়েই চলেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে , এখনো অব্দি বিগত ১০ বছরে তা বেশি পরিমাণে বেড়ে গিয়েছে । হিন্দুদের ওপর অত্যাচার , হিন্দু মেয়েদের ধর্ষণে , ধর্মান্তর সবকিছু এখন পাকিস্তান সরকারের সামনে হচ্ছে । এই নিয়ে পাকিস্তানের হিন্দুরা আন্তর্জাতিক মহলে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন , সংখ্যালঘু ওপর পাক সরকারের নির্যাতন কথা সামনে এসেছে । এই বিষয়ে পাক সরকার এই দাবিকে নাকোচ করেছে ।
ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে ১০ বছর সংখ্যালঘু দের ওপর নির্যাতন বেড়ে গিয়েছে । যদিও এই বিষয়ে আন্তর্জাতিক মহলে ইমরান দাবি করেছেন , তিনি নয়া পাকিস্তান গড়বেন , পাকিস্তানে কোনো সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, আহমাদিয়া সম্প্রদায়ের ওপর কোনো রকম নির্যাতন করা হবে না । যদিও ইমরানের নতুন পাকিস্তান গড়া আজ পর্যন্ত লক্ষ্যনিয় হয়ে ওঠেনি , আজ পর্যন্ত ইমরান খানের কথা বিপরীতে ঘটনাকৃত ঘটে চলেছে সংখ্যালঘু দের ওপর ।
ইতিমধ্যেই , ফের পাকিস্তানের সিন্ধ প্রদেশে আবার এক হিন্দু মন্দির ভাঙার খবর সামনে এসেছে । সিন্ধ প্রদেশের কারিও ঘনওয়ার এলাকার সেই রাম মন্দিরটিকে ভেঙে গুঁড়িয়ে দেয় মুসলিম সম্প্রদায়রা । এই সব ঘটনা ক্রম পাকিস্তান সরকারের আরালে ঘটে চলেছে । মন্দিরের ভাঙার দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পাকিস্তান সরকার । এই রকমই বহু বছর ধরে চলে আসছে । পাকিস্তানে হিন্দুদের ওপর মুসলিম সম্প্রদায়ের অত্যাচার চলেই এসেছে ।

পাকিস্তানে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করা অনিলা গুলজার দাবি করেছেন , একটা সময় ছিলো যখন পাকিস্তানের সিন্ধ প্রদেশে ৪২৮ টি হিন্দুদের মন্দির ছিল । এখন তা ২০ তে ঠেকে গেছে । গত কয়েক বছরে নির্বিচারে সিন্ধ প্রদেশে হিন্দুদের মন্দির ভাঙার ঘটনা ঘটেছে । এই সব ঘটনা প্রশাসনের আরালে ঘটে চলেছে । নির্বিচারে হিন্দুদের ওপর এমন আত্যাচার বিরুদ্ধে অনিলা গুলজার কড়া ভাষায় এমন ঘটনার নিন্দা করেছেন ।
প্রসঙ্গত , কিছুদিন আগেও পাকিস্তানের একটি হিন্দু বস্তিতে বুলডোজার নিয়ে গিয়ে কিছু মানুষ বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছিল । এই পুরো ঘটনা পাকিস্তানের এক মন্ত্রী তারিক বশির চিমা নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করেছিলেন । সেই মন্ত্রী বক্তব , অবৈধভাবে সেই বস্তি নির্মাণ করা হয়েছিল। সংখ্যালঘুদের ওপর এমন একের পর এক অত্যচার করা হচ্ছে পাকিস্তানে । ইমরানের সরকার সংখ্যালঘুদের রক্ষায় কোনো পদক্ষেপই আজ পর্যন্ত গ্রহন করেননি , আরো দোষীদের সমর্থন করছেন ।