তাণ্ডবে, আক্রমণে ভীতসন্ত্রস্ত সাধারন মানুষ! “৪৬এর ভয়াবহ গ্রেট ক্যালকাটা কিলিং” এর স্মৃতির কথা বললেন দিলীপ ঘোষ

0

সমাচার ডেস্ক: নাগরিকপঞ্জি বিল নিয়ে যখন একাধিক জেলায় জেলায় চলছে বিক্ষোভ। তখনই বিক্ষোভ কর্মসূচির মাঝে কিছু কিছু হিংস্রতা সাধারণ মানুষকে স্তব্ধ করে দিয়েছে। জনসাধারণের মধ্যে ভয় পুরোপুরি মানে ঢুকে গিয়েছে। যে বর্বর আক্রমণ সাধারণ মানুষ প্রত্যক্ষ করল তাদের সাথে সারা জীবন থাকবে এই স্মৃতি। আর এসবের মধ্যেই রাজনীতির বিরোধিতা বিষয়টি নিয়ে এদিন দিলীপবাবু বলেন, “বাংলায় যা শুরু হয়েছে তা ৪৬-এর ভয়াবহ গ্রেট ক্যালকাটা কিলিং-এর স্মৃতি উস্কে দিচ্ছে। আইনশৃঙ্খলা পুলিশের হাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে দেখছেন। সেনা নামানোর মতো পরস্থিতি তৈরি হয়েছে।”

আরও বলেন, “দেশ ভাগের সময় যে হিন্দুরা জ্বালা নিয়ে এপার বাংলায় এসেছিলেন, এই আইনের মধ্যে দিয়ে তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু যে ৬০-৭০ লক্ষ অনুপ্রবেশকারী এখানে ঢুকে বসে রয়েছে তারা আবার ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।” মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপবাবু বলেন, “ভোটব্যাঙ্ককে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কত নীচে নামবেন?”