বিমানের ভেতরে গরম শেষ পর্যন্ত জরুরি দরজা খুলে বিমানের ডানায় হাঁটলেন নারী (ভিডিও)

0

সমাচার ডেস্ক: বিমানের ভেতর অসহ্য গরম সহ্য করতে না পেরে জরুরি দরজা খুলে বিমানের ওপর হাঁটাচলা করতে দেখা গেছে এক মহিলাকে।শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে ইউক্রেন আন্তার্জাতিক বিমানবন্দরে।

সংবাদমাধ্যম দ্য সান জানায়,বিমান অবতরণের পর ইউক্রেনিয়ান মহিলা বিমানের পেছন দিয়ে জরুরি দরজা খুলে বাইরে এসে বলতে থাকে বিমানের মধ্যে অসহ্য গরম।

বিমানে থাকা অন্যান্য যাত্রীরা বলেন বিমান অবতরণের পর সবাই প্রায় নেমে গিয়েছিলো সেই সময় মহিলাটি জরুরী দরজা খুলে বেরিয়ে পরে।

ইউক্রেন আন্তার্জাতিক বিমানবন্দরের এই ভিডিওটি খুব দ্রুত সোশাল মিডিয়া তে ভাইরাল হয়েছে।পরে ওই ইউক্রেনিয়ান মহিলাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে মানসিক দুর্বলতার কোনো লক্ষণ প্রকাশ পাইনি।তবে বিমানবন্দর কর্তিপক্ষ বিশাল টাকার জরিমানা করতে পারে নিয়ম অমান্য করার জন্য

Instagram-এ এই পোস্টটি দেখুন

✈️А що, так можна було?😄 ✧ Відмічайте нас на фото та в сторіс, а також використовуйте наш хештег ☛ #boryspilchany 🙌🏼 ⠀ Найкращі фото міста Бориспіль ми опублікуємо ✧

-এ ПРО БОРИСПІЛЬ • НОВИНИ • ПОДІЇ (@boryspilchany) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে