সমাচার ডেস্ক: সুশান্ত সিং রাজপুত এখন বলিউড দুনিয়ায় এমন একটি নাম যে শিক্ষা দিয়ে গেল অনেক কিছু। বলিউড মাফিয়া কারা? কি তাদের মুখোশ? মুখোশের আড়ালে কি ঘুরে বেড়াচ্ছে? সব কিছু যেন এখন অনেকটা জল ছবির মতো পরিষ্কার সাধারণ মানুষের কাছে।
কেন হারিয়ে যেতে হয় এমন প্রাণকে? প্রশ্ন খুঁজতে এখন সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে দেশের সমস্ত সিনেমা প্রেমী মানুষরা । কিন্তু সিবিআই তদন্ত নয় কেন? কেন বারবার করে এই মৃত্যুকে আত্মহত্যা বলে প্রথম থেকে দাবি করে আসা হচ্ছে? প্রশ্ন অনেক উত্তর এখনো অমিল ।
কিন্তু এই নিয়েই জলঘোলা হচ্ছে রাজনীতির অন্দরমহলে। উদ্ধব ঠাকরে বলেন, মানুষের উচিত এই তদন্তে মুম্বই পুলিশের উপর ভরসা রাখা। তিনি বলেন, “মহারাষ্ট্র পুলিশ ও মুম্বই পুলিশ করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়ছে। তাঁরা কোভিড যোদ্ধা।
তাই তাঁদের বিশ্বাস না করার মানে হল তাঁদের অপমান করা। আমি সুশান্তের ভক্তদের বলতে চাই মুম্বই পুলিশের উপর ভরসা রাখুন। সেইসঙ্গে আপনাদের কাছে যা তথ্য রয়েছে পুলিশকে জানান। যদি এই তদন্তের সমাধান না হয় তাহলে পুলিশের সমালোচনা করবেন আপনারা।”