সমাচার ডেস্ক:নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এ ক্যাব সম্মতি দিলেন এ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ , ফলে বিলটি আইনে পরিণত হল। এই আইনে তিনটি প্রতিবেশী দেশের অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তবে মুসলিমদের নয়। সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিলটি কার্যকর হয়। আগে তুমুল হট্টগোলের মধ্যে লোকসভায় বিলটি পাস হয়।
আইনানুযায়ী, ২০১৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত, পাকিস্তান, আফগানিস্তান বাংলাদেশের যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিশ্চানরা এসেছেন এবং ধর্মীয় নিপীড়নের শিকার, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী বলে ভাবা হবে না, বরং তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এই বিল হয় তার অনেকে বিরোধীরা মেনে নিতে পারেননি তার জন্য বারবার সংশোধনী আনলেও তা খারিজ হয়ে গেছে রাজ্যসভায়। সোমবার বিলটি লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় পাস হয়।