করোনা মোকাবিলায় ভ্যাকসিনের ট্রায়াল শুরু, রয়ালটি নেবেনা ভারতীয় সংস্থা 

0

রাজীব ঘোষঃ– করোনা মোকাবিলায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিনের মানবদেহের ট্রায়াল শুরু হচ্ছে আজ থেকে। এই ভ্যাকসিন এর পরীক্ষা সফল হলেই করোনা মুক্তি নিশ্চিত হবে। তবে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে, গরিব ভারতবাসীরা এই ভ্যাকসিন কি ব্যবহার করতে পারবেন? প্রশ্নের উত্তরে অক্সফোর্ডের এই গবেষণার অন্যতম শরিক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সংস্থার ডিরেক্টর আদর পুনাওয়ালার আশ্বাস, মানবতার স্বার্থে প্রথমেই প্রয়োজন এই ভ্যাকসিন বাজারে আনা।

কাজেই পেটেন্ট বা রয়ালটি বাবদ একটি টাকাও তারা নেবেন না বলে জানিয়েছেন। এই ভ্যাকসিন এর ব্যাপারে অক্সফোর্ডের গবেষকরা এতোটাই নিশ্চিত হয়েছেন যে ভ্যাকসিন চলাকালীন তৈরীর বরাত দিয়ে দিয়েছেন। বিশ্বের অন্যান্য বহু সংস্থার মতোই ভারতের সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন উৎপাদনের দায়িত্ব পেয়েছে। অক্সফোর্ডের গবেষকরা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, তারা আশাবাদী এই ভ্যাকসিন সেপ্টেম্বর মাসের মধ্যেই বাজারে আনতে পারবেন।

এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, ভ্যাকসিনটি সকলেই ব্যবহার করতে পারবেন কিনা? আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পক্ষে এই ভ্যাকসিন কেনা সম্ভব হবে কিনা? সেই প্রশ্নের উত্তরে পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা কোন ভ্যাকসিনের পেটেন্ট করিনা। বাৎসরিক রয়ালটি নেব না। তার অর্থ যে কোন সংস্থা চাইলেই এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবে। যখন সারা বিশ্বজুড়ে করোনার গ্রাসে মানুষের জীবন স্তব্ধ হয়ে গিয়েছে। সেই সময় পুনাওয়ালার এই বার্তা সারা পৃথিবীতেই আশ্বাস যোগাচ্ছে।