জম্মু-কাশ্মীরের পরিস্থিতি মটেও ঠান্ডা নয় : শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়াতে মন্তব্য রাহুলের!

0

ওয়েব ডেস্কঃ জম্মু-কাশ্মীরে ৩৭০ রদের পর বিরোধীরা সেখানের পরিস্থিতি দেখতে চেয়েছিলেন । কিন্তু শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় রাহুল গান্ধিসহ অন্যান্য বিরোধী নেতাদের । এর পরই রাহুল গান্ধি বলেন, রাজ্য সরকারের পদক্ষেপ প্রমাণ করে জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি “স্বাভাবিক ছিল না”। তিনি আরও বলেন, জম্মু ও  কাশ্মীরের থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভাঙার সিদ্ধান্ত নেওয়ার পর, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তা দেখতে রাজ্যপাল সত্যপাল মালিক তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

রাহুল গান্ধি বলেন, “কয়েকদিন আগে, জম্মু ও কাশ্মীরে যাওয়ার জন্য আমায় আমন্ত্রণ জানান রাজ্যপাল সত্যপাল মালিক। সবকিছু স্বাভাবিক রয়েছে দাবি করে রাজ্যপাল, সেরাজ্যে সফরের জন্য আমায় বিমান পাঠানোর প্রস্তাব দেন। আমি তাঁকে বলি—আপনার বিমান আমার প্রয়োজন নেই, তবে আপনার প্রস্তাব গ্রহণ করছি এবং জম্মু ও কাশ্মীরে আমি যাব”।


রাহুল গান্ধি বলেন, “আমরা জানতে চেয়েছিলাম, সেখানকার মানুষ কেমন রয়েছেন এবং পরিস্থিতিতে সাহায্য করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হয়নি। আমাদের সঙ্গে থাকা সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে, মারধর করা হয়েছে। এটা পরিষ্কার যে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক ছিল না”।