বাংলাদেশের ছায়া পশ্চিমবঙ্গে,রাস উৎসবের দেবদেবীর মূর্তি ভাঙচুর!

0

সমাচার ডেস্ক: রাজ্যে এবার হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে।বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে দেবদেবীর মূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত মূর্তিগুলোকে বাজেয়াপ্ত করেছে স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে মূর্তিগুলি ভাঙচুর করা হয়েছে সেগুলি রাস উৎসবের জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে কে বা কারা এই কাজ করেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাস উৎসব,চলছিল রাসেল শেষ প্রস্তুতি। মঙ্গলবার দিন কাজ করে মূর্তিগুলোকে অক্ষত অবস্থায় রেখে যায় কিন্তু বুধবার সকালে দেখা যায় মূর্তিগুলো ভাঙচুর করা হয়েছে।এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

পুলিশ কর্মকর্তা জানান,স্থানীয় লোকজনের কাছে মূর্তি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এবং মূর্তিগুলো সরিয়ে নিয়ে তদন্ত শুরু করে।তিনি আরও বলেন, এর পেছনে কোন দুষ্টুমি রয়েছে তা এখনো জানা যায়নি।

আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের দুর্গাপুজোর সময় বাংলাদেশের একটি দুর্গা মণ্ডপে কোরান রাখাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়ায় বাংলাদেশ।